Breaking News

ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ‍্যোগে মালঞ্চ পার্কে বিজয়া সম্মেলন

সেখ সামসুদ্দিন, মেমারিঃ মেমারি-১ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ‍্যোগে গ্রীণ কাউন্টি ওয়েলনেসের সহযোগিতায় মালঞ্চ পার্কে বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ‍্যক্ষ নিত‍্যানন্দ ব‍্যানার্জী, মেমারি-১ জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ সভাপতি বসন্ত রুইদাস সহ সকল কর্মাধ্যক্ষ-সদস্য, সমস্ত প্রধান-উপপ্রধান, ব্লক অফিসের কর্মীবৃন্দ, মেমারি থানার সেকেন্ড অফিসার ত্রিদীব রায় গ্রীণ কাউন্টি ওয়েলনেস-এর আধিকারিকবৃন্দ এবং পুজো কমিটির সদস্যবৃন্দ।

পুজোর সময়েই পুজো পরিক্রমার পুরস্কার তুলে দেওয়া হলো এদিন ১৮টি পুজো কমিটিকে এবং তাদের শংসাপত্র সহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম স্থানাধিকারী ৩০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী ২০ হাজার, তৃতীয় স্থানাধিকারী ১০ হাজার টাকা এবং স্বচ্ছ বান্ধব পুরস্কার ৬টি পুজো কমিটিকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

এদিন নিত্যানন্দ ব্যানার্জী ঘোষণা করেন, পঞ্চায়েত সমিতি সকল কর্মাধ্যক্ষদের নিয়ে প্রতিটি অঞ্চলে একদিনের শিবির করবে সেখানে এলাকার মানুষের অভাব ও অভিযোগ শুনে তাদের পরিষেবা প্রদান করবেন।

About Prabir Mondal

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *