টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ক্রীড়া প্রেমীদের উৎসাহ প্রদানে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাশালীদের তুলে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসীন হয়ে ‘খেলা হবে দিবস’ ঘোষণা করেন। পাশাপাশি, নিজেদের উদ্যোগে একাধিক কেন্দ্রে ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে বিধায়ক ও সাংসদরা। জেলার প্রতিভাশালী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত বর্ধমান-২ ব্লকের বামচাঁদাইপুর ক্যামরী মাঠে এমএলএ কাপ অনুষ্ঠিত হলো শনিবার। এই ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের এমএলএ কাপের সঞ্চালক শেখ আজাদুর রহমানের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই খেলায় বাম এসএসসি ও রায়ান আরএনএসজি দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন টুর্নামেন্টে রায়ান আরএনএসজি বিজয়ী হয় এবং বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি পুলক মণ্ডল, জেলা পরিষদের সদস্য সনৎ মণ্ডল, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জী, বৈকুন্ঠপুর-১ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখ আজাদ রহমান সহ আরও অনেকে।
পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী বলেন, ক্রীড়া প্রেমিদের উৎসাহিত করার পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের খেলাধুলার আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রয়াস।
Social