Breaking News

“অমৃত ভারত” এবার বর্ধমানে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পথ চলা শুরু হলো বাংলা তথা দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের শনিবার। বর্ধমান থেকে বেঙ্গালুরু পৌঁছবে এই অমৃত ভারত ট্রেন। শনিবার মালদহ টাউন স্টেশন থেকে চালু হল “অমৃত ভারত” এক্সপ্রেস এবং বেঙ্গালুরু পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেনটি। রেল সূত্রে জানা যায়, ট্রেনটি মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত রুটে ছুটবে। ‘বন্দে ভারতের স্লিপার ভার্সন’ ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা সহ মোট ৯টি স্টেশনে থামবে। মোট ২২৭২ পথ পাড়ি দিতে ৪২ ঘন্টা ১০ মিনিট নেবে ট্রেনটি। এই ট্রেনটি মালদা থেকে রবিবার করে ছাড়বে এবং বেঙ্গালুরু থেকে মঙ্গলবার করে ছাড়বে। এই নয়া অমৃত ভারত ট্রেনে ২২টি কোচ থাকবে বলে জানা গিয়েছে। এতে ১৮০০ যাত্রী সফর করতে পারবেন। এই আবহে ট্রেনের উভয় প্রান্তেই ডাব্লিউ এপি-৫ ইঞ্জিন যুক্ত থাকছে। আপাতত এই ট্রেনে ১২টি কামরা নন-এসি স্লিপার। আর ৮ টি কামরা জেনারেল শ্রেণির। এছাড়া দু’টি কামরা হবে লাগেজ ভ্যান। পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে রয়েছে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, চার্জিং পয়েন্ট, অত্যাধুনিক শৌচালয় সহ নানান সুবিধা। উদ্বোধনের দিন বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ এস.এস আলুওয়ালিয়া, হাওড়া ডিভিশনের ডিআরএম সহ রেলের আধিকারিকরা।

দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে বর্ধমানের উপর দিয়ে। বর্ধমান স্টেশনের মুকুটে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস নতুন পালক জুড়লো বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা।

About Prabir Mondal

Check Also

বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা

টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *