টুডে নিউজ সার্ভিস, উত্তর দিনাজপুরঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাসি খিচুড়ি খাওয়ানোর অভিযোগে ধুন্ধুমার। অঙ্গনওয়ায়াড়ি কেন্দ্রের মহিলা কর্মীদের মাথায় খিচুড়ি ঢেলে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতরে। অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই শিশুদের বাসি খিচুড়ি দেওয়া হয়। এদিনও শনিবার থেকে পাত্রে জমে থাকা খিচুড়ি বিতরণ করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসীরা। এরপর কর্মীদের সাথে গ্রামবাসীদের বচসা বাধে। বাসি খিচুড়ি ফেলে দিতে গেলে ওই খিচুড়ির বালতি কেড়ে নিয়ে হাতা দিয়ে অঙ্গনওয়ায়াড়ি কেন্দ্রের শিক্ষিকি ও রাঁধুনির মাথায় ও গায়ে ঢেলে দেন বিক্ষোভকারীরা।
এনিয়ে রত্না সরকার নামে এক অভিভাবক বলেন, ”প্রায়শয়ই বাসি খাবার দেওয়া হয়। শনিবারের বাসি খাবার সোমবার খাওয়ানো হয়। আমরা আজ হাতেনাতে ধরে ফেলেছি।” যদিও বাসি খাবার দেওয়ার দায় রাঁধুনির উপর চাপিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তথা শিক্ষিকা বিজলি সিংহ। তাঁর মন্তব্য, ”আমি এভাবে খাবার মিশিয়ে দিতে বারণ করি। তবুও রাঁধুনি এমনটা করে। এতে আমার কোনও দোষ নেই। আমি অভিভাবকদের সেটাই বুঝিয়ে বলার চেষ্টা করেছি। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরা।