Breaking News

২২শে শ্রাবণে রবীন্দ্রস্মরণে বৃক্ষরোপণ

 

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ ২২ শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিবস। এই দিবসটি একটু অন্যরকম ভাবে উদযাপন করল গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার অন্তর্গত আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্ভুক্ত আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। 

রবীন্দ্রনাথ প্রায়  ১০০ বছর আগে বন মহোৎসবের সূচনা করেছিলেন। সেই বিষয়টি এদিনের অনুষ্ঠানে তুলে ধরা হয় এবং রবীন্দ্র প্রতিকৃতিকে সামনে রেখে বৃক্ষরোপণ করা হয়। অংশগ্রহণ করেন ছাত্র ছাত্রী ও শিক্ষকেরা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনাকে তুলে ধরা হয়। আলোচনা করেন প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত এবং সহ শিক্ষক সৌমেন মন্ডল। ছাত্র-ছাত্রীরা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে ও রবীন্দ্রসংগীত পরিবেশন করে। প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন – ‘রবীন্দ্রনাথ বহু কাল আগেই পরিবেশের আগামী সংকটকে উপলব্ধি করেছিলেন এবং বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছিলেন। রবীন্দ্রনাথের এই ভাবনা এখন খুব বেশী রকম প্রাসঙ্গিক। পরিবেশ-ভাবুক রবীন্দ্রনাথকেই আমরা ছাত্র ছাত্রী দের কাছে তুলে ধরতে চেয়েছি এবং তাদের মধ্যে পরিবেশ চেতনা জাগ্রত করতে চেয়েছি।’

About Burdwan Today

Check Also

শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ শিব ও বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা হল বাঁকুড়ার ইন্দপুরের পতিরডাঙা গ্রামে। বৃহস্পতিবার মন্দির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *