দীপক মুখার্জি, সিউড়িঃ সাংসদ শতাব্দী রায় এবং সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী উদ্বোধন করলেন ভবঘুরেদের জন্য আবাসস্থল অনিকেত। প্রয়াত বিদ্যুৎ মন্ত্রী ও সিউড়ি ভূমিপুত্র সুনীতি চট্টরাজের স্মৃতিতে নির্মিত এই ভবন। যে সকল মানুষ যাদের কেউ নেই, রাস্তায়, কখনও বা গাছের তলায় আশ্রয় গ্রহণ করে, তাদের আশ্রয়স্থলের উদ্দেশ্যে এই ভবন। ভবনটির মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা শয্যা, খাবারের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছাড়াও বিনোদনের ব্যবস্থা আছে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা সংসদ শতাব্দী রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান অঞ্জন কর, ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউ, সিউড়ির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রানী মুখার্জী, সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মান্না ছাড়াও সিউড়ি পৌরসভার বিভিন্ন আধিকারিক বৃন্দ ও সিউড়ির অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। শুধু তাই নয় বিভিন্ন দামি আসবাবপত্রে সজ্জিত এই ভবনটি রক্ষণাবেক্ষণের জন্য সিউড়ি পৌরসভার তরফ থেকে একটি এনজিও সংস্থাকে নিয়োগ করা হয়। একদা সিউড়ির ভূমিপুত্র প্রয়াত সুনীতি চট্টরাজের স্মরণে এই ভবনের জন্য সিউড়ি পৌরসভার সমস্ত কর্মীবৃন্দ খুবই আনন্দিত।
Social