অর্পণ নন্দী, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দু’নম্বর ব্লকের বিলেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত কোমডাঙা গ্রাম জুড়ে চলছে একটি বিশেষ ধরনের কুটির শিল্প। গ্রাম ঢুকে কিছুটা পথ পাড়ি দিলেই চোখে পড়ে পাড়া জুড়ে চলছে একটি বিশেষ ধরনের কুটির শিল্প।
বাঁশ কেটে শুরু কাঠি বানিয়ে তা দিয়ে চলছে মাছ ধরার বৃত্তি বানানোর কাজ। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দু’নম্বর ব্লকের বীল্বেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত কোমডাঙা গ্রামে গেলে চোখে পড়ে এই দৃশ্য।
এই গ্রামে অধিকাংশ পরিবার জীবিকা নির্বাহ করেন এই মাছ ধরার বৃত্তি বাণিয়েই। বড় বাঁশ কেটে ছোট ছোট কাঠি তৈরি করে সুতো গেতে তা দিয়ে মাছ ধরার ছোট বড় নানান মাপের বৃত্তি তৈরি করা হয় এখানে। যা স্থানীয় হাটে বিক্রি করে দিন কাটে পরিবারগুলির। তবে তাদের তৈরি এই কুটির শিল্প নির্ভর করে বৃষ্টির সাথে। বৃষ্টি বাড়লে তাদের কেনাবেচা বাড়ে, আর বৃষ্টি না হলে ভাটা পড়ে যায় তাদের কেনাবেচার উপর।
Social