সেখ সামসুদ্দিন, মেমারিঃ শেষ বিকেলে পূর্ব বর্ধমানের মেমারি-১ ব্লকের গন্তার চণ্ডীতলায় হাজির হন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন জেলা যুব সভাপতি রাসবিহারী মণ্ডল। উপস্থিত ছিলেন মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মহিলা নেত্রী গীতা দাস, যুব সভাপতি মহঃ শাজাহান, সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, জেলা সহ সভাপতি আব্দুল হাকিম সহ ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থীবৃন্দ।
এদিন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ খেলা হবে ডাক দিয়ে নির্বচনের দিন সকলকে ভালো করে খেলার আহ্বান জানান।