বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা পূরণের লক্ষে গাছে ঢিল বাঁধতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার মুকুন্দপুরে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সেই জন্য পূজো দিতে এসেছিলেন ধানতলা থানার বহিরগাছি এলাকার বাসিন্দা সরস্বতী বিশ্বাস। তিনি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পায়রাডাঙ্গার মুকুন্দপুরের মন্দিরে এসেছিলেন। গঙ্গায় স্নান সেরে শিবের মাথায় জল দেওয়ার পর ওই গৃহবধূ ওই মন্দির চত্বরে থাকা একটি গাছে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধতে যান। আর সেই সময়েই গাছে থাকা একটি বিষধর সাপ তাকে কামড়ায়। সঙ্গে সঙ্গে ওই গৃহবধূকে রানাঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গৃহবধূর পরিবারে।