অর্পন নন্দী, কাটোয়াঃ লক্ষ লক্ষ টাকা খরচ করে কাটোয়া স্টেশনের আধুনিকরণের নামে অমৃত ভারত প্রকল্পের ভার্চুয়াল শিলন্যাস হচ্ছে। অথচ কাটোয়া শহরে ঢোকার রাস্তার উপর রেলগেট। প্রতিদিন শহরে ঢুকতে গেলে যানজটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে, একবার রেলগেট পড়ে গেলে ৩০ মিনিট কম করে অপেক্ষা করতে হয়। সেই দিকে নজর নেই রেলের।