গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব কাটোয়ার তৃণমূল ছাত্র পরিষদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেগিংয়ের অত্যাচার সহ্য করতে না পেরে তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করায় সাড়া রাজ্যের সাথে উত্তাল কাটোয়া শহর। এই ঘটনার প্রতিবাদে শনিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সারা রাজ্যের সাথে কাটোয়া জুড়ে চলছে প্রতিবাদ ও স্মরণসভা। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও আন্দোলনে সামিল হয়েছেন এবং মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা করছেন। কাটোয়ার ছাত্র ছাত্রীরাও স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে স্মরণ সভা আয়োজন করলো। উক্ত স্মরণ সভা আহ্বান করেছে কাটোয়া তৃণমূল ছাত্র পরিষদ ও কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদ।
এদিন উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, যুব সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং কলেজের ছাত্র-ছাত্রীরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।
Social