মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ

 

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মোটরবাইকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষে মন্তেশ্বরে আহত এক নার্স সহ পাঁচজন। রবিবার রাত্রি ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মেমারি-মালডাঙ্গা রাস্তায় জয়রামপুর ব্রিজ  সংলগ্ন এলাকায়। আহত ও স্থানীয়  সূত্রে জানা গেছে, মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মামনি ব্যানার্জি নামে এক নার্স রবিবার রাত সাড়ে আটটায় সময় ডিউটি সেরে  মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে টোটো করে পিপলন যাওয়ার জন্য কুসুমগ্রামের দিকে যাচ্ছিল । জয়রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায়  কুসুমগ্রামের দিক থেকে আসা একটি মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে মোটরবাইকে চড়ে থাকা তিন যুবক , টোটোর চালক ও নার্স রাস্তায় ছিটকে গিয়ে পড়ে আহত হয় পাঁচজন। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের নার্স, টোটো চালক, মোটরবাইক চালক সহ পাঁচজনকেই বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। মোটর বাইকে থাকা তিন যুবকের বাড়ি জানা যায়  মামুদপুর এক নম্বর অঞ্চলের  রায়গ্রামে। টোটোচালকের বাড়ি মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে।

  

About Burdwan Today

Check Also

বন্ধ কারখানার আবাসনে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *