টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বৃহস্পতিবার বর্ধমানের গোদার মাঠে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার শেষ মুহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গোদার মাঠে এলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন তার সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পুলিশ সুপার কামনাশিষ সেন সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগে প্রস্তুতি পরিদর্শনে এসে সন্তুষ্ট প্রকাশ করেন প্রদীপ মজুমদার। তিনি বলেন, বর্ধমানবাসীর বড় পাওনা স্থায়ী হ্যালিপ্যাড। আগামীকাল পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের বহু মানুষ উপস্থিত থাকবে বলে জানা গেছে। এছাড়া বৃহস্পতিবারের সভায় ১০০০ জন জমির জন্য পাট্টা পাবেন মুখ্যমন্ত্রীর হাত থেকে। এদের কেউ বসবাসের জমির জন্য পাট্টা পাবেন। আবার কেউ চাষের জমির জন্য এবছর রেকর্ড সংখ্যক উপভোক্তা পাট্টা পাচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
Social