টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বারংবার প্রশাসনিক স্তরে আবেদন জানিয়ে মেলেনি আলু নষ্টের ক্ষতিপূরণ, অবশেষে মুখ্যমন্ত্রীর সভার আগের দিন বুধবার বিক্ষোভে নামলো রসুলপুর কৃষি সংহতি মঞ্চ। এদিন কয়েকশো আলু চাষি মিছিল করে বর্ধমান স্টেশন থেকে কার্জেনগেট চত্বরে এসে অবস্থান বিক্ষোভে সামিল হয় এবং তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে মেমারী এলাকার তিরুপতি হিমঘর কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিক।
এই দাবি জেলাশাসকের মাধ্যেমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের ক্ষতিপূরণের দাবি না মিটলে তারা আমরণ অনশনে বসবেন বলে জানান বিক্ষোভরত আলু চাষীরা। তারা আরও জানান, মেমারী এলাকার তিরুপতি হিমঘরে মেমারী-১ ও ২ ব্লকের ১৮০০ জন চাষী আলু রেখে ছিল ১ লক্ষ ১৫ হাজার বস্তা। হিমঘরে গ্যাস লিক হয়ে সমস্ত আলু নষ্ট হয়ে গেলেও কোটি টাকার উপর ক্ষতিপূরণ এখন মেলেনি।
Social