টুডে নিউজ সার্ভিসঃ গত ২১ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ৪০ দিন পর জামিন পান তিনি। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নওশাদ সিদ্দিকীর জামিন মনজুর করে এবং শুক্রবার আইএসএফ বিধায়কের মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়নি।
শনিবার সকাল ১০.৫৪ থেকে ১১ টা নাগাদ মুক্তি দেওয়া হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে।
জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই আইএসএফের কর্মী সমর্থকরা নওশাদ সিদ্দিকীর উপর পুষ্পবৃষ্টি করে এবং হুড খোলা গাড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় ফুরফুরা শরীফের উদ্যেশে।
Social