জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মিশন অন্ত্যোদয় প্রকল্প নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের বৈঠকে যুগ্ম ভিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর ব্লকের ডাটা এন্ট্রি অপারেটর সহ মন্তেশ্বরের ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন মৌজাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন।
যুগ্ম বিডিও সোমনাথ সাউ জানান, মিশন অন্ত্যোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত বিষয় নিয়ে মৌজাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সমীক্ষা করবেন। কিভাবে সমীক্ষা করতে হবে, কি কি বিষয়গুলি প্রাধান্য পাবে, উঠে আসা বিষয়গুলি কোথায় কিভাবে পাঠাতে হবে? সে সমস্ত বিষয়গুলি নিয়ে এদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়েছে।