জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের ভাগরা মূলগ্রাম অঞ্চলের মূলগ্রামের ধর্মরাজের মন্দিরে পূজা দিয়ে মূলগ্রাম ঘুরে ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতে কিছুক্ষণ কাটিয়ে সিজনা উজনা পঞ্চপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে রাজ্যের মন্ত্রীকে কাছে পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ের সায়েন্স সহ কয়েকটা বিষয়ের শিক্ষক নেই ও বিদ্যালয়ের কিছু সমস্যা কথা তুলে ধরেন। তারপর সিজনা গ্রামে দলীয় কর্মী তন্ময় দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন মন্ত্রী। মধ্যাহ্নভোজ সেরে সিজনা গ্রামে কিছু মানুষের বাড়ি বাড়ি ঘুরে ও তাদের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শোনেন।
এদিন সিজনা গ্রামের এলাকাবাসী মন্ত্রীকে কাছে পেয়ে জল, ড্রেন সহ বেশকিছু সমস্যা তুলে ধরেন। এই কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত বর্ধমান জেলার সভাপতি রাসবিহারী হালদার, ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হক, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, ব্লকের সহ-সভাপতি দেবপ্রিয় যশ, ব্লক যুব সভাপতি, তন্ময় ব্যানার্জী, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান শেখ, এসসি, এসটি সেলের ব্লক সভাপতি বিপুল রায়, ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান, সহ আরও অনেকে।
Social