জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকে মঙ্গলবার শুরু হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। পরীক্ষা শুরু বেলা ১০টা থেকে হলেও সকাল ৯টা থেকে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করে। মন্তেশ্বর ব্লকে এবার মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়, মন্তেশ্বর সতী কৃষ্ণমনি বালিকা উচ্চ বিদ্যালয়, উজনা সিজনা পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় সহ পাঁচটি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে।
এদিন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে সামনে স্থানীয় বাঘাসন গ্রাম পঞ্চায়েত ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ফুল কলম জলের বোতল সহ প্রভৃতি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। স্কুল সূত্রে জানা গেছে এ বছর ২৮৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা ও উপস্থিত ছিলেন বাঘাসন অঞ্চলের প্রধান ছন্দা রায়, বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি স্বপন রায়, গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণগোপাল মণ্ডল, মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ বিশিষ্ট জনেরা। পরীক্ষা শুরু হওয়ার আগে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সেন্টারে সামনে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশিষ পাত্র ও অন্যান্য শিক্ষকরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতন করে জানান পরীক্ষার্থীদের সেন্টারে ঢোকার আগে কি কি নিয়ে যেতে হবে কি কি নিয়ম-কানুন মানতে হবে, সেই সব বিষয়ে পরীক্ষার্থীদের সচেতন করেন।
Social