বিশ্বজিৎ বিশ্বাস, নদিয়াঃ কৃষ্ণনগর জেলা পুলিশ আধিকারিকের অফিসের কাছে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন বেলা ১১টা নাগাদ কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিসের ঢিল ছোড়া দূরত্বে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়। আর তাতেই নিরাপত্তার অভাবে কৃষ্ণনগরবাসী।
আগামী পঞ্চায়েত ভোটের আগে আবার চারটি তাজা বোমা উদ্ধার। কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসের ঢিল ছোড়া দূরত্বে এই বোমা উদ্ধার। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। বোমা উদ্ধার নিয়ে রাজনৈতিকভাবে শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বিজেপি। মূলত রাজ্যজুড়ে বোমা আতঙ্কের পিছনে হাত রয়েছে শাসকদল তৃণমূলের এমনই দাবি বিজেপির। যদিও এ প্রসঙ্গে শাসকদলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বোমা উদ্ধারে অনেকটাই আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করে কৃষ্ণনগর এসপি অফিস চত্বর।
এদিন টিনের ঘরের পাশে একটি ব্যাগের ভিতর চারটি বোমা প্রথম লক্ষ্য করেন ল-ক্লার্ক দেবাশীষ ঘোষ। তিনি দৈনন্দিনের মত এদিন অফিসে আসার পর বেশ কয়েকজন মিলেই কাজ করার ফাঁকেই বেরিয়ে এসে প্রথম লক্ষ্য করেন। তারপরেই প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বর্তমানে দুশ্চিন্তার মধ্যেই নিরাপত্তার অভাবে দিন কাটাচ্ছেন।
Social