পাপু লোহার, কাঁকসাঃ বাদাম শরবত খেয়ে অসুস্থ প্রায় ১৪ জন, প্রাথমিক চিকৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও ৬ জনকে ভর্তি করা হলো পানাগড় গ্রামীণ হাসপাতালে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পানাগড়ে বাদামের শরবত খেয়ে অসুস্থ ৬ জনের চিকিৎসা চলছে। দিন তিনেক আগে পানাগড় বাজার সংলগ্ন ক্যানেল পাড়ের কাছে এক শরবত বিক্রেতার কাছে বাদামের শরবত খেয়ে বিপত্তি বাঁধে, এই বাদামের শরবত খেয়ে প্রথম পেটে ব্যাথা শুরু হয়, এরপর শুরু হয় বমি, শারীরিক অবস্থার অবনতি হওয়াতে এদেরকে কাঁকসার পানাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।
পানাগড় গ্রামীণ হাসপাতালের চিকিৎসক পঙ্কজ কুমার শা জানান, অসুস্থদের অবস্থা স্থিতিশীল, বাদামের শরবত খেয়েই এই বিপত্তি বলে জানা গেছে। সূত্র মাফিক জানা যাচ্ছে, থেকে একটি টীম পানাগড়, দুর্গাপুর সহ বিভিন্ন অঞ্চলে এসেছে, এই দলের একজন কাঁকসার পানাগড় ক্যানেলের কাছে বসে, সেখান থেকে বাদামের শরবত খেয়ে এই বিপত্তি বলে জানা গেছে।
Social