দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার ইন্দাসে যাওয়ার পথে পাত্রসায়ের থানার কাঁকরডাঙ্গা মোড়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র পথ আটকালো তৃণমূল। এদিন ইন্দাসে মনোনয়ন করতে যাওয়ার পথে বিজেপির মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ইন্দাস যাচ্ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। কাঁকরডাঙ্গা মোড়ের কাছাকাছি তাঁর গাড়ি আসতেই রাস্তার উপর বসে তাঁর গাড়ি আটকে দেয় মহিলারা। এমনকি চোর চোর স্লোগান দেওয়া হয় সাংসদকে লক্ষ্য করে। অবরোধের মুখে পড়ে পরে গাড়ি ঘুরিয়ে সাংসদ সোনামুখীর দিকে ফিরে যান।
Check Also
বাঁকার মধ্যে অনেকে ঘর বাড়ি করে বসে যাচ্ছে, ভাবছে যেহেতু কেউ কিছু বলার নেই : খোকন দাস
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ইতিমধ্যে বাঁকার মধ্যেও অনেকেই বাড়ি ঘর করে ফেলেছে, যেহেতু কেউ কিছু …