টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দলবিরোধী কাজের অভিযোগে বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-১ অঞ্চলের বাম ২২৫নং বুথের বুথ সভাপতি শেখ রাজুকে ৩ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল। দলের নেতাদের বিরুদ্ধে অপকর্মে মুখ খোলায় এই ঘটনা বলে দাবি করেছেন বহিষ্কার হওয়া বুথ সভাপতি। বর্ধমান-২ ব্লকের হাট গোবিন্দপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বুথ সভাপতির বহিষ্কারের বিষয়টি জানান বর্ধমান-২ ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার।
এ বিষয়ে বহিষ্কার হওয়া বুথ সভাপতি শেখ রাজু জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই আপনাদের মুখ থেকেই আমি জানতে পারলাম যে আমাকে বহিষ্কার করা হয়েছে, এখনও পর্যন্ত আমার কাছে কোনো বহিষ্কার পত্র আসেনি। কি কারনে বা কি দলবিরোধী কাজ করেছি যে আমাকে বহিষ্কার করা হলো! এই বিষয়টি নিয়ে আমি দলের ওপর মহলেও যতদূর যাওয়ার ততদূর যাবো।
আরও বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন – https://youtu.be/H2SC7U6uevk?si=kwKVGjq0kdoBUATe