টু়ডে নিউজ সার্ভিস কাটোয়াঃ ফের শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কেতুগ্রামে । রবিবার সন্ধ্যা বেলায় বীরভূম সংলগ্ন কেতুগ্রাম থানা এলাকার রাজুর গ্রামের কাছে স্থানীয় ইটভাটার মালিক নাম বটুক মির্জা( ৫৫) লক্ষ্য করে গুলি ৩ – ৪ জনের একটি দুস্কৃতি দল মোটর বাইকে করে এসে এলো পাথারী গুলি চালাতে শুরু
করে ঘটনায় স্থলেই বটুক মির্জা মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক রাউন্ড গুলি চালিয়ে দুস্কৃতিরা অন্ধকারে গা
ঢাকা দেয় ।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে বটুক বাবুর বুকে বেশ কয়েকটি গুলি লাগে
। সাথে সাথে তাকে উদ্ধার করে সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকেরা তাকে মৃত
ঘোষনা করেন । অপরদিকে ভর সন্ধ্যায় শুট আউটের ঘটনায় কেতুগ্রাম জুড়ে চাঞ্চল্য
ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কেতুগ্রাম থানার পুলিস । মৃতে ভাই
জানিয়েছেন দুস্কৃতিরা হেলমেট পড়ে ছিলো তাই কাওকেই চেনা যায়নি । কি কিকারনে এই খুন
তা নিয়ে ধ্বন্দ্বে পরিবার কারন বটুক বাবুর সাথে কারো কোন শত্রুতা ছিল না । তবে
ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে কেতুগ্রাম থানার পুলিস ব্যাবসায়িক শত্রুতা নাকি
রাজনৈতিক কারনে বটুক বাবুকে খুন হতে হল তা খতিয়ে দেখছে কেতুগ্রাম থানার পুলিস ।
পুলিস সূত্রে জানাগেছে যেহেতু ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা
এলাকায় সেই কারনে সোমবার বটুক বাবুর মৃতদেহের ময়না তদন্ত কাটোয়া মহকুমা হাসপাতালে
করা হবে ।
ফের শ্যুট আউটঃ কেতুগ্রামে ইটভাটার মালিককে লক্ষ্য করে গুলি…

Leave a Comment