Breaking News

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে পরিবর্তন আনল রাজ্য সরকার

টুডে নিউজ সার্ভিস,কলকাতাঃ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়সূচিতে পরিবর্তন আনল রাজ্য সরকার। এতদিন সপ্তাহে চার দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি খোলা থাকত। তবে এবার সপ্তাহে দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেখানে পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ এবার সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। মূলত অনেক শ্রমিক বা মানুষ রয়েছেন দিনমজুরের ভিত্তিতে কাজ করেন। তাঁদের কথা মাথায় রেখেই সরকারের এই উদ্যোগ।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সপ্তাহে দুদিন পরিষেবা পাওয়া যাবে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মঙ্গলবার এবং শুক্রবার এই দুদিন সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে বলে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই বিজ্ঞপ্তি জারি করেছেন। জেলা শাসক এবং কলকাতার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিটি আর্বান কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আর্বান হেলথ সেন্টারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে।

About Burdwan Today News Service

Check Also

পুজো কমিটি গুলোকে ছাড় দিয়ে মানুষের ঘাড়ে আরও বোঝা চাপালো সরকার

মোহন সাহাঃ একলাফে ক্লাব গুলোকে ১৫ হাজার টাকা পুজোর অনুদান বাড়িয়ে দিল রাজ্য সরকার। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *