অরুনাভ দত্ত, বালুরঘাটঃ পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর শ্রী শ্রী রাধামদনমোহন জিউ মন্দির ও উত্তরপ্রদেশের মথুরার রাধাকুন্ডের গোরা ধাম কলোনীর নিতাই কুঞ্জের প্রতিষ্ঠাতা নিত্যলীলায় প্রবিষ্ঠ প্রভুপাদ ১০৮ শ্রী শ্রী নিত্যানন্দ গোস্বামী গুরুমহারাজের কনিষ্ঠপুত্র প্রভুপাদ গৌতম গোস্বামী মহোদয় (ছোড়দা প্রভু) অতিমারি করোনার প্রকোপ কমতেই ফের দেশ বিদেশে গিয়ে সনাতন ধর্ম প্রচার করছেন। প্রভুপাদ গৌতম গোস্বামী মালদহ জেলার রতুয়ার কলকামারি প্রমীলাবালা হাই স্কুলের শিক্ষক, তিনি সম্প্রতি বেশ কিছু দিনের জন্য থাইল্যান্ডে পাড়ি দিয়ে হরিকথা প্রচার করে ফিরলেন। তিনি এখন তাঁর পিতা নিত্যলীলায় প্রবিষ্ঠ প্রভুপাদ ১০৮ শ্রী শ্রী নিত্যানন্দ গোস্বামী গুরুমহারাজের পথ অনুসরণ করেছেন। সনাতন ধর্মের প্রতি অনুরাগ ও শ্রদ্ধা থাকায় তিনি শিক্ষকতার পাশাপাশি অবসর সময়ে সনাতন ধর্ম প্রচার করেন। এর আগে তিনি সনাতন ধর্ম প্রচারে ইউরোপ, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ একাধিক দেশে গিয়েছেন। বংশপরম্পরায় তাঁরা সনাতন ধর্ম প্রচার করে আসছেন। অতিমারি করোনার কারণে বিদেশে পাড়ি দিয়ে সনাতন ধর্ম প্রচার বন্ধ হয়ে ছিলো, করোনার প্রকোপ কমতেই ফের দেশ বিদেশে গিয়ে সেই সনাতন ধর্ম প্রচার আবার শুরু হয়েছে।
প্রভুপাদ গৌতম গোস্বামী জানিয়েছেন, বংশপরম্পরায় আমাদের সনাতন ধর্ম নিয়ে চর্চা আছে সেই পথ অনুসরণ করে সম্প্রতি এবার থাইল্যান্ডে সনাতন ধর্ম প্রচার করতে এসেছিলাম।
Social