বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বিজেপির নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের উপর আচমকা হামলা, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার হবিবপুর বিনপাড়া এলাকায়। বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী জ্যোতি বিন পাশি আক্রান্ত হয়, পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও ঘটনার পর থেকেই আতঙ্কে বিজেপি প্রার্থী সহ কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, ঘটনার পরে পুলিশ প্রশাসনকে তারা জানিয়েছিলেন কিন্তু কোনো ভূমিকা নেয়নি পুলিশ প্রশাসন এমনই অভিযোগ বিজেপির তরফ থেকে। উপরন্ত তাদেরকে হয়রানি করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় তৃণমূলের নেতৃত্ব জানিয়েছেন, নির্দল ও বিজেপি একত্রিত হয়ে তৃণমূলের নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচিই ছিল না, তাহলে তৃণমূল কি করে তাদের উপর হামলা করবে। সম্পূর্ণই দোষ চাপানো হচ্ছে তৃণমূলের উপর।
Social