অর্পণ নন্দী, কাটোয়াঃ বৃহস্পতিবার কাটোয়ার পাঁচঘড়ার মোড়ে ডিউটি করছিলেন এক পুলিশ কর্মী। হঠাৎ এক বাইক আরোহী এসে ডিউটিরত ঐ পুলিশকে ধাক্কা মারে এবং তাতে গুরুতর ভাবে আহত অবস্থায় কাটোয়া মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। ওই আহত পুলিশকর্মীর নাম মেহের সেখ। তিনি কেতুগ্রাম থানার অন্তর্গত দধিয়া গ্রামের বাসিন্দা। তিনি কাটোয়ার পাঁচঘড়া মোড়ে ডিউটি করছিলেন এদিন।