Breaking News

“পথশ্রী” নিয়ে তৃণমূলের সাংবাদিক সম্মেলন

 

সমীর দাস, নদীয়াঃ সামনে পঞ্চায়েত নির্বাচন! এরই মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে নেমে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হাতিয়ার উন্নয়ন, আর এই উন্নয়নকে সামনে রেখে রাজ্য সরকার “পথশ্রী প্রকল্প”, আর এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় একাধিক নতুন রাস্তা ও একাধিক পুরনো রাস্তা সংস্করণ এই  প্রকল্পে বাস্তবায়িত করতে তৃণমূল সুপ্রিমো প্রতিটি সাংগঠনিক জেলাকে “পথশ্রী প্রকল্প” এর প্রচারে আহ্বান করেন। সেই পরিপ্রেক্ষিতে এদিন রানাঘাট সাংগঠনিক জেলার  সভাপতি দেবাশীষ গাঙ্গুলী-র নেতৃত্বে রানাঘাট বিনয় ভবনে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে। 

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সহ-সভাপতি দীপক বোস, তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক চেয়ারম্যান প্রমথনাথ বোস, আইএনটিটিইউসি রানাঘাট সাংগঠনিক সভাপতি সনৎ চক্রবর্তী, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ডঃ প্রসেনজিৎ মন্ডল, রানাঘাট সাংগঠনিক যুব সভাপতি কৌশিক ঘোষ, বঙ্গজননী সভানেত্রী বর্নালি দে, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসে সহ-সভাপতি যীশু সিং, রানাঘাট সাংগঠনিক এসটি সেলের সভাপতি জয়দেব ব্যাদ ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।

About Burdwan Today

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *