গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ আগামীদিনে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু’নম্বর ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জরুরি সভা অনুষ্ঠিত হলো পলসোনা গ্রামে। এদিন জরুরি কর্মীসভায় নবনিযুক্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডল-কে সংবর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন কাটোয়া দু’নম্বল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া ঘোষ, পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান সাগর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভায় পলসোনা অঞ্চলের প্রায় ৫০০ জন তৃণমূলের কর্মী উপস্থিত হয়।
Social