সেখ সামসুদ্দিন, মেমারিঃ নবী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার মেমারি শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এদিন নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে মেমারি কৃষ্ণবাজার কলেজ রোড থেকে এই র্যালি বাজার, রেলগেট, সোনাপট্টি, হাসপাতাল মোড়, মায়েরকোল পাড়া, বামুনপাড়া মোড়, নিউ মার্কেট, স্টেশন বাজার হয়ে কৃষ্ণবাজারে শেষ হয়। উৎসব কমিটির পক্ষ থেকে মিছিল শেষে মিলাদ ও দোয়া মজলিসের আয়োজন করা হয়।
