টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আজ আর রাজাও নেই, রাজন্য প্রথাও নেই। কিন্তু, রাজাকে সম্মান জানিয়ে গোটা রাজ্য যেদিন দোল উৎসবে মাতেন ঠিক তার পরের দিন দোল উৎসবে মাতেন বর্ধমানবাসী। এই প্রথা বা রীতি চলে আসছে শতাধিক বছর আগে থেকেই। বুধবার বর্ধমানে দোল উৎসব।
মূলতঃ বর্ধমান রাজা বিজয়চাঁদ মহাতাব-এর দোল পূর্ণিমায় কাঞ্চননগর-এর বৃদ্ধাশ্রমের সদস্যদের নিয়ে রঙ ও আবির খেলায় মাতলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন কাঞ্চননগর কংকালেশ্বরী মন্দির থেকে শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রায় সুসজ্জিত ট্যাবলো বের করা হয়।
Social