পাপু লোহার, দুর্গাপুরঃ দুর্গাপুর বিসি রায় রোডে বুধবার রাতে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয় এক সিপিএম নেতার। মৃত নেতার নাম সজল সুর (৫৮)। তিনি ডিপিএল-এর কর্মী ছিলেন। তার বাড়ি ডিপিএল কলোনি এলাকায় কোকওভেন থানার পুলিশ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক সজলবাবুকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ মহকুমা হাসপাতালে তার ময়নাতদন্ত হয়।
পশ্চিম বর্ধমান জেলার সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানান, তিনি বাড়ি থেকে নাইট সিফ্টে ডিউটি যাচ্ছিলেন মোটর সাইকেল নিয়ে। দু’জন মদ্যপ যুবক মোটরসাইকেলে করে দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে। তাঁদের মধ্যেও একজন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Social