জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ ডাকাতির ঘটনায় জড়িত থাকায় এক জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত চিরঞ্জিত বেদ পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাসিন্দা।
পুলিশ জানায়, দিন দশেক আগে মালডাঙ্গা মেমারি রাস্তায় ঝিকরা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দলের পিছু খাওয়া করে তিনজনকে ধরেছিল পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চিরঞ্জিত বেদ-এর নাম উঠে আসে।ঘটনার পর থেকেই লুকিয়ে বেড়াচ্ছিল। বুধবার গভীর রাতে কুসুমগ্রাম বাজার এলাকায় অসামাজিক কাজের অপরাধের উদ্দেশ্যে চিরঞ্জিত বেদ সহ আরও তিনজন জড়ো হওয়ার সময় মন্তেশ্বর থানার টহলদারি পুলিশের গাড়ি তাদের পিছু ধাওয়া করে চিরঞ্জিত-কে পুলিশ ধরে ফেলে বাকিরা পালিয়ে যায়। পুলিশ চিরঞ্জিতকে গ্রেফতার করে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠায়।