টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । শুক্রবার সকাল থেকেই ডিসিআরসি-তে আসছেন ভোট কর্মীরা। সংগ্রহ করছেন ব্যালট, ব্যালট বক্স। এরপর যাবেন তাদের নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রে। এদিন বর্ধমান-১ ব্লকে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে ডিসিআরসি-তে যে সমস্ত ভোটকর্মী এসেছেন সেই সমস্ত ভোট কর্মীদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সরকারি টাকা ঢোকেনি। সেই টাকা না ঢোকার কারণে বর্ধমান-১ ব্লকের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে ব্যালট বক্স নিতে এসে বেশ কয়েকজন ভোট কর্মী ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি যতক্ষণ তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ততক্ষণ তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না। এই নিয়ে স্লোগান দিতে থাকেন শুক্রবার ভোট কর্মীরা।
যদিও এই বিষয়ে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য জানান, প্রসেসিং চলছে ১-২ ঘন্টার মধ্যেই তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এখন দেখার বিষয় যতক্ষণ ভোট কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ততক্ষণ তাঁরা ভোট গ্রহণ কেন্দ্রে অংশগ্রহণ করবেন না। তবে এদিন দেখা যায় কড়া নিরাপত্তার সাথে বিদ্যালয়ে ব্যালট বক্স রাখা হয়েছে চারিদিকে জানালার ওপর ইটের গাতনি করে এবং গেট বন্ধ করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়ছে। বর্ধমান-১ ব্লকের বিডিও তিনি আরও জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই ব্যালট বক্স প্রদানের কাজকর্ম চলছে।
Social