জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পুলিশি অভিযানে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত গোপাল শেখ, আতিহার রহমান শেখ, শাহাজান মন্ডল,এদের প্রত্যেকের বাড়ী দীর্ঘনগর গ্রামেবাসিন্দা । থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘনগর গ্রামের ক্যানেল পাড়ের এলাকায় ফাঁকা মাঠে জুয়া খেলার সময় অভিযুক্তদের হাতেনাতে ধরে। পুলিশ জানায় এদিন ধৃতদের কাছ থেকে নগদ ৬,১০০ টাকা এবং ১ বান্ডিল তাস, দু’টি মোমবাতি, চারপিস কাগজ উদ্ধার হয়েছে।
ধৃতদের বুধবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষজন।