টুডে নিউজ সার্ভিসঃ জি২০ সম্মেলনের জন্য আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হবে ঋকবেদ, রামায়ণ, মহাভারত সংকলিত বুকলেট। সেই অনুযায়ী দুটি বই প্রকাশ করা হয়েছে। একটি ভারত: মাদার অফ ডেমোক্র্যাসি বা গণতন্ত্রের জন্মদাত্রী ভারত এবং অপরটি ভারতের নির্বাচন বা ইলেকশন অফ ইন্ডিয়া। প্রথম বইটিতে ভারতের প্রাচীন শাসক হিসেবে রামচন্দ্রের কথা তুলে ধরা হয়েছে।
বইয়ে রামায়ণ, মহাভারত, মোগল সম্রাট আকবর, ছত্রপতি শিবাজীর নাম তুলে ধরা হয়েছে। বইয়ের প্রথম পাতায় একটি নারী মূর্তি রয়েছে। যেটি ৫,০০০ বছরের পুরনো। ব্রোঞ্চের তৈরি এই মূর্তি ১০.৫ সেন্টিমিটার লম্বা এবং মূর্তিটি সিন্ধু-সরস্বতী সভ্যতার। এরপরেই রয়েছে ঋক, সাম, যযু এবং অথর্ববেদের কথা। রামায়ণের প্রসঙ্গ তুলে ধরা বইয়ে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিসভার অনুমোদনের পর রামচন্দ্রকে অযোধ্যার রাজা হিসেবে নির্বাচন করেছিলেন পিতা দশরথ। মহাভারতে পিতামহ ভীষ্মের কথা বলা হয়েছে জি২০ এর বইয়ে। বইয়ে বলা হয়েছে, “ভীষ্ম বলেছিলেন, ‘প্রকৃত রাজধর্ম হল, রাজ্য এবং প্রজাদের সমৃদ্ধ এবং সুখের জন্য কাজ করা।”
অর্থশাস্ত্র থেকে সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, ছত্রপতি শিবাজী কীভাবে শিক্ষাগ্রহণ করেছিলেন, সেকথা উল্লেখ করা হয়েছে বইটিতে। ১৫ পাতার দ্বিতীয় বইটিতে উল্লেখ করা হয়েছে ১৯৫১ থেকে ২০১৯ পর্যন্ত দেশের নির্বাচনের কাহিনী। এই বইটি সম্মেলনে আগত অতিথিদের হাতে তুলে দেওয়া হবে। প্রগতি ময়দানে যে প্রদর্শনী হবে জি২০ সম্মেলনে,সেটি পরিচালনা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি অ্যাঙ্কেরর মাধ্যমে।
Social