জলের তলায় সীমান্তবর্তী পোস্ট অফিস

Burdwan Today
1 Min Read

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রাজ্য জুড়েই সমানে চলছে দুর্যোগ। ব্যতিক্রম নয় লাল মাটির জেলা বাঁকুড়াও। নিম্নচাপজনিত একটানা বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা। এই অবস্থায় চলতি বছরে প্রথমবার জলমগ্ন ইন্দাসের আকুই পোষ্ট অফিস।  এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত কর্মীরাও। এভাবে চলতে থাকলে যেকোন মুহূর্তে প্রধান ফটক টপকে জল ঢুকবে পড়বে তাঁদের কর্মক্ষেত্রেও।

 সমস্যায় পড়েছেন ডাকঘরের গ্রাহক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। অবস্থানগত দিক থেকে বাঁকুড়া-বর্ধমান সীমান্তে আকুই পোষ্ট অফিসে ঐ জেলা থেকেও অনেকেই নানান কাজে এখানে আসেন। ফলে জল যন্ত্রনায় ভূগছেন বাঁকুড়া-বর্ধমান দুই জেলার মানুষই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *