গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ কাটোয়া দু’নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ, মুস্থূলী, আমডাঙ্গা, একডেলা গ্রামের জনসাধারণের বহুদিনের চাহিদা একটি অনুষ্ঠান ভবন বা লজের বুধবার আনুষ্ঠানিক শিলান্যাস হলো মুস্থূলী মা ব্রহ্মাণী মন্দিরের পাশে। এদিন সকালে পুজোপাঠ, আরতি করা হয়। কাটোয়া দু’নম্বর ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা নারকেল ফাটিয়ে অনুষ্ঠান ভবনের শিলান্যাস করেন।
এদিন উপস্থিত ছিলেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, উপপ্রধান তপন হাজরা, কাটোয়া দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান সহ পঞ্চায়েতের সকল সদস্য সদস্যরা। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল বললেন, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ২০২২-২৩ অর্থবর্ষের ২০ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা প্রস্তাবিত ব্যয়ে জনসাধারণের ব্যবহারের জন্য অনুষ্ঠান ভবনের পরিকল্পনা নেওয়া হয়েছিল তা আজ বাস্তবায়িত হল। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ এলাকার মানুষেরা।
Social