দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ফের বেআইনী চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সিমলাপাল থানা এলাকার দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের দুবরাজপুর নামো পাড়া, হিকিমডাঙ্গা সহ একাধিক জায়গায় অতর্কিতে অভিযান চালায় পুলিশ।
এদিনের এই পুলিশি অভিযানে ৮০০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর বেশ কিছু সরঞ্জাম নষ্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। যদিও সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত কাওকেই আটক বা গ্রেফতার হয়নি।