অর্পন নন্দী, কাটোয়াঃ কীটনাশক খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ। জানা যায়, চালে দেওয়ার কীটনাশক খেয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে, কাটোয়া থানা অন্তর্গত আমুল গ্রাম এলাকায়। মৃত গৃহবধূর নাম ববি দাস (৩৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে ওই ববি দাস চালে দেওয়ার কীটনাশক খায়। এদিন মৃত দেহটিকে ময়না তদন্তের নির্দেশ দেন কাটোয়া থানা পুলিশ।