দেবনাথ মোদক, খাতড়াঃ করম পরবকে কেন্দ্র করে উন্মাদনায় মাততে দেখা গেল জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়কে। বাঁকুড়ার দেদুয়া গ্রামের কুড়মি সম্প্রদায়ের মানুষেরা নিজস্ব পোষাক পরে মাদল সহযোগে নাচ গান করতে করতে করম গাছের ডাল নিয়ে তা পুকুরে বিসর্জন করেন।
বাঁকুড়া সহ জঙ্গলমহলের বিভিন্ন জেলায় শত শত বছর ধরে করম পরবের রেওয়াজ চলে আসছে। এই পরবের মূল বৈশিষ্ঠ হল নির্দিষ্ট একটি দিনে করম গাছের ডাল গ্রামের পবিত্র একটি স্থানে পুঁতে সেই ডালটিকে ঘিরে পুজা অর্চনা করা। আগের দিন বিকালে সেই পুজা অর্চনা শুরু হয়। পুজার পরে রাতভর গ্রাম জুড়ে চলে নাচ গান। কুড়মি সম্প্রদায়ের নিজস্ব রীতি মেনে জঙ্গলমহলের গ্রামে গ্রামে চলছে করম বিসর্জনের পালা ।
বাঁকুড়ার খাতড়া ব্লকের দেদুয়া গ্রামের কুড়মি সম্প্রদায়ের মানুষেরা দুপুরে রীতিমত নিজস্ব পোষাক পরে মাদলের বোলে নাচ গান করতে করতে স্থানীয় পুকুরে গিয়ে করম ডাল বিসর্জন করেন।
Social