দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়ার ওন্দা ফুটবল মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সভা সেরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে যাচ্ছেন সেই মুহুর্তে দর্শক আসন থেকে উঠে দাঁড়িয়ে অভিষেকের দৃষ্টি আকর্ষণ করেন এক মহিলা। তার সঙ্গে অন্যায় হয়েছে বলে দাবি করেন। পরে অভিষেক ব্যানার্জী একান্তে তাঁকে ডেকে তাঁর সঙ্গে কথাও বলেন।
ওন্দার রামসাগরের বাসিন্দা অভিযোগকারী প্রিয়াঙ্কা গোস্বামী দাবি করেন, তৃণমূলের ওন্দা ব্লকের প্রাক্তন সহ সভাপতি আসিস দে করোনাকালে তাঁর কাছ থেকে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে ৯৫ হাজার টাকা নিয়েছেন। প্রিয়াঙ্কা গোস্বামীর দাবি তিনি একা নন ওই স্বেচ্ছাসেবী সংস্থার ৭০ জন কর্মী করোনা কালে বাড়ি বাড়ি ঘুরে মাস্ক সেনিটাইজার বিলি করার কাজও করেছিলেন। পরবর্তীতে তাঁরা জানতে পারেন ওই সংস্থাটি ভুয়ো। প্রিয়াঙ্কা গোস্বামীর দাবী তাঁর দেওয়া টাকার বিনিময়ে সেই সময় পঞ্চাশ হাজার টাকার রশিদ দেওয়া হয়েছিল। কিন্তু বাকি টাকার কোনোরকম রশিদ দেওয়া হয়নি। দেওয়া টাকা ফেরতও পাননি। বারবার জানানোর পরও কাজ না হওয়ায় অভিযোগকারী ওন্দা থানার দারস্থ হন।ওন্দা থানার পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ তো নেওয়া হয়ইনি। উল্টে ওই তৃনমূল নেতার নামে অভিযোগ জানানোর চেষ্টা করতেই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। গালিগালাজ ও মারধর করা হয় অভিযোগকারী এবং তার স্বামীকে, চলে হুমকিও। সে কারণেই আজ অভিষেক ব্যানার্জীকে মঞ্চে পেয়ে তার কাছে অভিযুক্ত আশীষ দের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। তার দাবি অবিলম্বে আশীষ দের মতন নেতাকে দল থেকে বিতাড়িত করা হোক, গ্রেফতার করা হোক।