দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ মনিপুরে পাশবিক ও নিন্দনীয় ঘটনায় তূণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো বাঁকুড়ার ইন্দাসে। শুক্রবার বিকেলে হাজারো তৃণমূল কর্মীর সমর্থক এই মিছিলে যোগদান করেন এবং এই মিছিলটি শুরু হয় ইন্দাস তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এবং তারপর ইন্দাস পীরতলা বাজার পরিক্রমা করে।
পাশাপাশি ইন্দাস পিরতলা বাজারে একটি প্রতিভার সভায় আয়োজনও করা হয়। এই মিছিলে ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, নিমাই মোহন্ত, আতাউল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
Social