আগামী রবিবার বন্ধ থাকবে ট্রেন চলাচল

Burdwan Today
2 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান রেল জংশনের উপরে পুরনো ওভারব্রিজটি ভেঙে ফেলার কাজ চলায় এবার সারাদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি রবিবার বর্ধমান হাওড়া, বর্ধমান ব্যাণ্ডেল, বর্ধমান আসানসোল ও বর্ধমান রামপুরহাট রেল শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি কিছু মেল ও এক্সপ্রেস ট্রেন বন্ধ করার পাশা কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে। ব্রীজ ভাঙার কাজ চলায় এমনিতেই প্রতিদিন বর্ধমান থেকে রেল চলাচলের কাজে বিরাট ব্যাঘাত ঘটছে। এই ব্রীজের পাশে একটি আধুনিক ফ্লাইওভার তৈরি হওয়ায় পুরনো ব্রীজটি ভেঙে ফেলা হচ্ছে। এই পুরনো ওভারব্রিজটি রেলের উপরে অন্যতম পুরনো ব্রীজ। প্রায় একশো বছরের বেশি এই পুরনো ব্রীজকে অনেক আগেই ভারী যান চলাচলের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল। এদিকে বিকল্প ব্রীজ নিয়ে অনেক টানাপোড়েন চলতে থাকে। অবশেষে গত তিনবছরের কিছু বেশি আগে একটি সুদৃশ্য ফ্লাইওভার তৈরি হয় রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। এই ব্রীজ কালনা, কাটোয়া, কলকাতা, দুর্গাপুর এবং আসানসোল যাবার রাস্তাগুলিকে যুক্ত করেছে।  এক সপ্তাহ ধরে বর্ধমান হাওড়া মেইন লাইন, কর্ড লাইন এবং কাটোয়া লাইনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। এর ফলে যাত্রীদের বিরাট অসুবিধার মধ্য পড়তে হবে। নিত্যযাত্রী এবং যাত্রীরা জানান; লকডাউন জন্য দু’বছর ট্রেন চলাচল প্রায় বন্ধ ছিল। 

অন্যদিকে ট্রেন চলাচল চালু হওয়ার প্রায় একবছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলায় দফায় দফায় ব্লক এবং বাতিলের ঘটনা ঘটেছে। মেইন এবং পরে কর্ড লাইনে ভোগান্তি পোয়াতে হয়েছে যাত্রীদের। নতুন এই ঘোষণার ফলে ভোগান্তি বাড়বে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *