টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। শুক্রবার বর্ধমান-নবদ্বীপ রাস্তায় দেওয়ানদিঘী থানার শোনপুর এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাসের সাথে পন্যবাহী পিক আপ ভ্যানের ধাক্কা। জানা যায় অ্যাম্বুলেন্স কে পাস কাটাতে গিয়ে পিক আপ উঠে পড়ে যাত্রীবাহী বাস। বাসটি প্রচন্ড গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পিক আপ ভ্যানের উপর উঠে যায় যার ফলে পিক আপ ভ্যানটির প্রায় অর্ধেক অংশ প্রায় ঢুকে যায় বাসের নিচে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিক আপ ভ্যান ও বাসটি বর্ধমান থেকে আসছিলো তারপরেই শোপুরের কাছে এই ভয়াভহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বাসে ৩০ যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। আরও জানা যায়, যাত্রীবাহী বাসটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে যাওয়ার সময় সামনে এসে যায় একটি অ্যাম্বুলেন্স, ঐ অ্যাম্বুলেন্সকে বাঁচাতে গিয়ে বাঁদিকের সরতে গেলে সামনে থাকা পিক আপ ভ্যানের উপর উঠে যায় বাসটি এবং পিক আপ ভ্যানটি পাল্টি খায়। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকর্যে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে কারও তেমন ক্ষতি হয়নি শুধু একজন যাত্রীরই মাথা ফেটেছে বলে সূত্র মারফৎ জানা যায়।