জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ যাত্রীবাহী অটোর সাথে মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত এক শিশু সহ আট জন। শুক্রবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে মেমারি মালডাঙ্গা রাস্তায় ময়নামপুর মোড় সংলগ্ন এলাকায়। আহতের পরিবার সূত্রে জানা গেছে, পঞ্চায়েত ভোটের কারনে রাস্তায় বাস চলাচল তুলনামূলকভাবে কম রয়েছে। এই পরিস্থিতিতে একটি অটোয় প্রায় ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে অটোটি মেমারি থেকে কুসুমগ্রামের দিকে আসছিল। ময়নামপুর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং উল্টে যায় অটোটি। আহত হয় এক শিশু ও কয়েকজন মহিলা সহ প্রায় আট জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতরা থাকায় এক শিশু ও মহিলা সহ ৫ জনকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে।
Social