বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আমবাগানের পাশেই পড়ে থাকে মহিলার দেহ, এদিন পথচারীদের চোখে পড়তেই খবর দেয় পুলিশকে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের অন্তর্গত লালমাঠ এলাকার। জানা যায়, এদিন সকালে পথচারীরা রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখে আম বাগানের পাশেই পড়ে রয়েছে ওই মহিলার দেহ, এরপর এলাকার মানুষের জমায়েত হয়। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মহিলার শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে ক্ষতর চিহ্ন।
ওই অঞ্চলের পঞ্চায়েত প্রধান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন তিনি। কে বা কার এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুততার সাথে খুঁজে বের করে কঠিন শাস্তি দিক পুলিশ। তবে সাত সকালে আম বাগান সংলগ্ন জায়গা থেকে মহিলার মৃত উদ্ধার ঘিরে রীতিমত আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। অন্যদিকে পুলিশ মহিলার নাম-ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।