টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাতসকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দশচাকা লড়ির সঙ্গে চারচাকা গাড়ির সংঘর্ষ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা অভিমুখে শক্তিগড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ। সূত্রে জানা গেছে, চার চাকা গাড়িতে দু’জন ছিল। দুর্ঘটনায় প্রাণ হারায় চারচাকা গাড়ির চালক এবং আহত হন ওই গাড়িতে থাকা অপর একজন। মৃত ব্যক্তির নাম সমরেশ মুখার্জি (৬০), বাড়ি কেতুগ্রাম থানার সুলতানপুর গ্রামে। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি দেখে পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এই দুর্ঘটনা ছেড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে যার ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
বিস্তারিত আসছে…
Social