জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আগুন লেগে পুড়ে ছাই হল দুটি খড়ের পালুই। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছ মন্তেশ্বর বিধানসভার মেমারি দু’নম্বর ব্লকের মালম্বা গ্রামের ঘোষ পাড়া এলাকায়। পালুইয়ের মালিক নিত্যানন্দ ঘোষের দাবি, প্রায় ৩৫-৪০ কাহনের উপর খড় ছিল পালুই দুটিতে। ক্ষতি হয়েছে প্রায় ৭০ হাজার টাকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আচমকা পালুই দুটি জ্বলতে দেখে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। তারা দ্রুত এলাকার মানুষজনকে ডেকে তোলে। এলাকাবাসীর তৎপরতায় কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পালই মালিক নিত্যানন্দ ঘোষ দাবি করেন, পুরনো শত্রুতা বসত ইচ্ছকৃতভাবে তার পালুইয়ে কেউ আগুন লাগিয়ে। এনিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
Social