জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে শুক্রবার ধর্মঘট ডেকে কলকাতার ধর্মতলা অভিযানের ডাক দেয় কর্মচারীদের। তাই যৌথ মঞ্চের আহ্বানে সাড়া না দিয়ে মন্তেশ্বর ব্লকের বিডিও অফিস সহ অন্যান্য অফিসের কর্মচারীরা কাজ করছেন অফিসে এবং প্রায় স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা হাজির থেকে মিডডে মিল চালু রেখে ক্লাস করছেন।
অপর দিকে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বরের সতী কৃষ্ণমনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্থায়ী শিক্ষকা ১৪ জন ও পার্শ্ব শিক্ষিকা ৩ জন মোট ১৭ জন শিক্ষিকা থাকলেও শুক্রবার যৌথ মঞ্চের ধর্মঘটকে সমর্থন করে ১৪ জন শিক্ষিকা বিদ্যালয়ে অনুপস্থিত। এদিন মন্তেশ্বর সতী কৃষ্ণমনি বালিকা বিদ্যালয়ের ক্লাস ও মিডডে মিল চালু রেখেছে এই তিনজন পার্শ্ব শিক্ষিকা।
পাশাপাশি মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের প্রতিদিনের মতন শতকরা ১০% শিক্ষক-শিক্ষিকা হাজির থেকে বিদ্যালয়ের মিডডে মিল চালু রেখে বিদ্যালয়ের ক্লাস চলে।
Social